রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে মালবাহী ও সোনারবাংলা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৬, ২০২৩
news-image

 

নাঙ্গলকোট প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনে মালবাহী ও সোনারবাংলা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বহু হতাহতের আশংকা রয়েছে।

রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ।

হঠাৎ বিদ্যুৎ চলে গিয়ে হাসানপুর রেলস্টেশনের কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনারবাংলা এক্সপ্রেসের পাঁচটি বগি দুমড়ে মুচড়ে গেছে।

লাকসাম র‍্যাবের ইনচার্জ জসিমউদ্দিন বলেন, সন্ধ্যার দিকে স্টেশনে থেমে থাকা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির সঙ্গে ঢাকামুখী যাত্রীবাহী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। ধারণা করা হচ্ছে, লোডশেডিংয়ের কারণে হাসানপুর রেলস্টেশনের কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

আর পড়তে পারেন