বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩০, ২০২৩
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় মাইক্রোবাসযোগে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

২৯ এপ্রিল ঝালকাঠিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ছিনতাইকারী ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকার মাদারখোলা (হাওলাদার বাড়ি) গ্রামের মৃত. সইজুদ্দিন হালদারের ছেলে মোঃ মামুন হাওলাদার (২৬)।

পুলিশ জানায়, গত ১২ এপ্রিল বিকালে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম লেনে ১০০ টাকা করে ভাড়া বলে অজ্ঞাতনামা ৪ জন অস্ত্রধারী দস্যু মাইক্রোবাসযোগে মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী ও তার সঙ্গী ড. মোঃ আমানুল ইসলামকে মাইক্রোবাসে তুলে অস্ত্রের ভয় দেখায়। এসময় শাহাদাৎ হোসেনের পকেটে থাকা ডেভিড কার্ড নিয়ে নিমসার বাজারস্থ ডাচ বাংলা এটিএম বুথ থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করে। এছাড়াও তাদের সাথে থাকা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামস্থ সাহেব আলী চেয়ারম্যান বাড়ির রাস্তায় তাদের ফেলে দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।

এস আই রুহুল আমিন মামলার তদন্তভার গ্রহণ করে কুমিল্লা সদর সার্কেলের নেতৃত্বে, সঙ্গীয় অফিসার ইনচার্জ, দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ, এসআই মোঃ রুহুল আমিন, এএসআই অসীম কুমারসহ বিভিন্ন স্থানে পুলিশি অভিযান পরিচালনা করে ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসসহ আসামীর নিজ বাড়ি ঝালকাঠি থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

আর পড়তে পারেন