শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় প্রাইভেটকারে ডালাভর্তি করে গাঁজা পাচাঁরের সময় ডিবির অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৬, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে একটি কালো রংয়ের টয়োটা ব্রান্ডের এলিয়ন প্রাইভেট কার (যাহার রেজি নং-ঢাকা মেট্রো গ-২২-৭৯৮১) তল্লাশীকালে গাড়ীর পেছনের ডালার মধ্যে ৩০(ত্রিশ) কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় গাড়ীর চালক মোঃ নূর নবী(২৭) ও আরোহী সাদ্দাম হোসেনকে (৩৫) আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার ( ১৬ সেপ্টেম্বর) ভোর ৬ টায় কুমিল্লা সদরের কাপ্তান বাজার হইতে চাঁনপুর ব্রীজগামী পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন নারায়গঞ্জ সদরের সিমরাইল সানারপাড়ের দেলোয়ার হোসেনের ছেলে গাড়ীর চালক মোঃ নূর নবী এবং কুমিল্লা সদরের বি পাড়া উপজেলার দক্ষিণ তেঁতাভূমি এলাকার মৃত শফিকুল ইসলাম প্রকাশ ধনু মিয়া প্রকাশ মানিক প্রকাশ সালামের ছেলে সাদ্দাম হোসেন ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ সাদ্দাম এবং মোঃ নুর নবী জানায়, তারা উভয়েই উক্ত গাঁজা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত গাঁজা সরবরাহের জন্য অদ্য তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানায়।

এ ঘটনায় ডিবির এস.আই (নিঃ) তুষ্ট লাল বিশ্বাস বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

আর পড়তে পারেন