স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর চকবাজার থেকে চন্দ্রা বেগম (৫৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৫ এপ্রিল) নগরীর চকবাজারের পূর্ব গর্জনখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৩০ কেজি গাঁজাসহ চন্দ্রা বেগমকে আটক করা হয়।
এ বিষয়ে আটক মাদক ব্যবসায়ির বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।