স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের পটকা, চকলেট বোমা ও আতশবাজি জব্দ করা হয়েছে। এ সময় বিস্ফোরক দ্রব্যাদি মজুদ ও বিক্রয়ের দায়ে এক দোকানদারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে এগুলো নষ্ট করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় জেলা প্রশাসনের পক্ষে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার।
অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন ওসি কোতয়ালি মডেল থানা।