সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: একুশ মানে

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২১, ২০২৩
news-image

মোহাম্মদ খায়রুল আনাম:

একুশ এক রক্ত-ভেজা ইতিহাস ঐতিহ্যের দিন,
একুশ শুধু বাজায় না বিষাদ-বেদনার বীণ।
একুশ মানে নবোদিত রবির উদার আকাশ,
একুশ মানে স্বতঃস্ফূর্ত চেতনার নিপুণ প্রকাশ।

একুশ শুধু বাংলার নয়,একুশ বিশ্বসভ্যতার,
একুশ জয়গান গাইতে শেখায় মানবিকতার।
একুশ মানে বহতা নদী,সাগরে হতে চায় লীন,
একুশ ছড়ায় মুক্তির দ্যুতি সবখানে প্রতিদিন।

একুশ মানে স্পর্ধিত তারুণ্যের সীমাহীন পথ চলা,
একুশ মানে নিঃসঙ্কোচে সত্য কথা বলা।
একুশ ছড়ায় দশ দিগন্তে চেতনার বহ্নিশিখা,
একুশ ভেঙে দেয় জালিমের সকল অহমিকা।

একুশ মানে ভাষা সংস্কৃতি স্বাধিকারের সোপান,
একুশ এনে দেয় স্বাধীন পতাকা খ্যাতি যশ সম্মান।

(কুমিল্লা, অমর একুশ,২০২৩)

আর পড়তে পারেন