সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে একই ইউনিয়নে পিতা-পুত্রের লড়াই!

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৭, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একে অপরের বিরুদ্ধে লড়ছেন পিতা-পুত্র। পিতা সাবেক চেয়ারম্যান শাহআলম মোল্লা লড়ছেন জাকের পার্টির হয়ে গোলাপ ফুল প্রতীক নিয়ে অপরদিকে ছেলে ফয়সাল মোল্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। সাবেক চেয়ারম্যান হিসেবে পিতার পরিচিতি থাকলেও ভোটের মাঠে পুত্রের অবস্থান একেবারেই নতুন।

এদিকে পিতা-পুত্র একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্ধীতাকে কেন্দ্র করে সমগ্র ইউনিয়নে জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। কৌতুহলী জনতার একাংশ পিতা-পুত্রের লড়াইকে দেখছেন মাইলফলক হিসেবে। এছাড়াও অনেকেই পিতা-পুত্রের লড়াইকে নিজেদের মধ্যে ভোটের কৌশলের অংশ হিসেবেও দেখছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬শে ডিসেম্বর চৌদ্দগ্রামের ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন রাজনৈতিক ভাবে একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। মনোনয়ন যাচাই-বাছাই এবং প্রত্যাহার শেষে অন্তত ১০জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন। নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন বর্তমান চেয়ারম্যান মাহফুজ আলম। এর মধ্যে প্রচার প্রচারণায় মাঠে রয়েছেন আ’লীগর মনোনীত প্রার্থী মাহফুজ আলম, গোলাপ ফুল প্রতীকে শাহআলম মোল্লা, রজনীগন্ধা প্রতীকে আবদুল কাইউম, আনারস প্রতীকে জসিম উদ্দিন মুহুরী, টেলিফোন প্রতীকে মহিন উদ্দিন, চশমা মার্কা প্রতীকে ফয়সাল মোল্লা, টেবিল ফ্যান প্রতীকের প্রার্থী আরিফুল ইসলাম। অন্য প্রার্থীদের প্রচার-প্রচারণা নেই বললেই চলে।

সাবেক চেয়ারম্যান শাহআলম মোল্লা বলেন, বিগত সময়ে জনগণের ভোটে ১৯বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। বিগত সময়েও আমি এবং আমার পরিবার জনগণের পাশে ছিলাম। গত ২টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে আমাদেরকে পরাজিত করানো হয়েছে। ঈনশাআল্লাহ আগামী ২৬শে ডিসেম্বর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে গোলাপ ফুল প্রতীকে আমি নির্বাচিত হওয়ার বিষয়ে আশাবাদী।

আর পড়তে পারেন