বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেসবুক পেইজ গ্রুপ ‘লাইফ ইজ নাইস’ এর পক্ষে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১২, ২০২০
news-image

 

সেলিম চৌধুরী হীরাঃ

“লাইফ ইজ নাইস” সংগঠনের পক্ষ থেকে কুমিল্লার লাকসাম উপজেলায় অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। সাংবাদিক এমএ কাদের অপু কিছু  অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য স্যোস্যাল মিডিয়া ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে অনেকের সাড়া পান, এতে করে LIFE IS NICE এর পক্ষে কিছু শীত বস্ত্র বিতরণ করেন ।

স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির লাকসাম প্রতিনিধি  এম এ কাদের অপু জানান, আমি গত ৫/৬ দিন থেকে শুধু দেখেছি খুব ঠান্ডায় মানুষগুলো কিভাবে রাতে ঘুমায় ৷ তার পর যখনই ফেসবুকে একটা ডাক দিলাম, সাথে সাথেই, LIFE IS NICE (লাইফ ইজ নাইচ) নামক একটি জনপ্রিয় ফেসবুক পেইজের এডমিন, মোডারেটর ও মেম্বারদের মধ্যে থেকে অনেকেই সাড়া দিয়েছেন৷

প্রবাস নামক আরেক হায়নার মাঝে থেকেও নিজের দেশের অসহায় মানুষের জন্য যাদের প্রান এখনো কাঁদে তাদের মধ্যে বাহরাইন প্রবাসী শাহজান আহমেদ, ইতালীর কহিনুর, কানাডা থেকে পারুল, ডুবাই থেকে আলাউদ্দিন ভাই, কুয়েত থেকে মিজানুর রহমান মিশু ও নাম না জানা আরেক জন হাত বাড়ি দেন ৷ তাদের দেওয়া অর্থে আজ নিজের হাতে শীত বস্ত্র কিনে লাকসাম ও কুমিল্লা রেলওয়ে ষ্টেশনে কিছু শীত সামগ্রী বিতরণ করলাম।

এ সময় সহ কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত বাংলাদেশ লাকসাম প্রতিনিধি মোহাম্মদ আবদুর রহিম, দৈনিক গণজাগরণ লাকসাম প্রতিনিধি সেলিম চৌধুরী হীরা, সিসিএন বাংলা টিভি প্রতিনিধি জাহিদুল ইসলাম, সাংবাদিক এফ এ রোবেলসহ অনেকে৷

আর পড়তে পারেন