Tag Archives: নাঙ্গলকোটে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষ

নাঙ্গলকোটে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৯

মোঃ কামাল হোসেন জনিঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে ৯ জন আহত হয়েছে।

শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় ভোলাইন বাজার ও আদ্রা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, দীপ্তি রাসেল,কাইউম, বাবু, বেলাল, রিপন,মহসিন, রাহুল, পারভেজ, রিয়াদ।

স্থনীয় সূত্র জানায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আদ্রা উত্তর ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম ও আদ্রা উত্তর ইউপির যুবলীগের সভাপতি নাছির উদ্দীন রতনের সাথে দ্বন্দ্ব চলে আসছে। ভোলাইন বাজারটি আদ্রা দক্ষিণে হলেও দুই ইউপির মাঝামাঝি হওয়ায় বাজারটিতে এর জের ধরে মাঝে মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। শনিবার দফায় দফায় দাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে উভয় পক্ষের দু’টি দোকান, ১ বাড়ির ৩ ঘর ভাংচুর করার অভিযোগ করেন ভুক্তভোগীরা। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়।

এর মধ্যে দীপ্তি রাসেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। রিপন, মহসীন, মেহেদী হাছান,কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকীরা নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে বলে জানা যায়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপে দাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে দোকান ভাংচুর করা হয়, কয়েকজন আহত হয়। এক পক্ষ থানায় মামলা দায়ের করে,অপর পক্ষে মামলার প্রস্তুতি চলছে, তদন্ত চলছে।