শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিতাসে সাপের কামড়ে ৫ম শ্রেণীর ছাত্রের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৭, ২০২১
news-image

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাস উপজেলায় বিষধর সাপের কামড়ে নিরব (১২) নামের ৫ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ২ টার দিকে উপজেলার কলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার কলাকান্দি গ্রামের রাসেল মিয়ার ছেলে।

নিহতের পিতা মো. রাসেল মিয়া বলেন, নিরব (১২) শনিবার দুপুর ২ টায় বাড়ি টিউবওয়েলে গোছল করার পর নিচ থেকে পেন্ট তুলতে গেলে বিষধর সাপ হাতে কামড় দেয়। এই কথা শুনে দ্রুত গামছা দিয়ে তার হাত বেধে প্রথমে পাশের গ্রামের ওঝা দিয়ে ঝার ফুক করার পর তার হাতের বাধন খুলে দেওয়া হয়। পরবর্তীতে তার স্বাস্থ্যের অবনতি হলে হোমনা উপজেলার মাথাভাঙ্গা দরবেশ স্যারে মাজারে নিলে প্রথমে একটি পান পড়া খাওয়ানো হয়। তারপর আরেকটি পান পরা খাওয়াতে গেলে সে ঢলে পড়ে।পরে রাত ৮ টার দিকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ইব্রাহিম খলিল বলেন, শিশুটিকে বিষধর সাপে কামড় দিয়েছে। শিশুটির ইসিজি ও অন্যান্য পরিক্ষা নিরিক্ষা করার পর দেখা গেলো শিশুটি আর বেঁচে নেই।

আর পড়তে পারেন