Tag Archives: নাঙ্গলকোটে নামাজ শেষে মোনাজাতরত অবস্থায় ইমামের মৃত্যু

নাঙ্গলকোটে নামাজ শেষে মোনাজাতরত অবস্থায় ইমামের মৃত্যু

 

ইসতিয়াক আহমেদ:

কুমিল্লার নাঙ্গলকোটে নামাজ শেষে মোনাজাতরত অবস্থায় মাওলানা হেদায়েত উল্লাহ মিয়াজি শরীফ (৪০) নামের এক ইমামের মৃত্যু হয়েছে।  (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার ( ১১ মার্চ) উপজেলার কুরকুটা খাঁনপাড়া মসজিদে ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে।

মাওলানা হেদায়েত উল্লাহ মিয়াজী শরীফ উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা দক্ষিণপাড়া মিয়াজি বাড়ির ক্বারী আবদুর রশিদ মিয়াজির ছেলে। তিনি দায়েমছাতি তামিরুল মিল্লাত মাদ্রাসার আরবি শিক্ষক ও কুরকাটা খাঁনপাড়া বায়তুল ফালাহ মসজিদের ইমাম।

স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা হেদায়েত উল্লাহ মিয়াজি শরীফ মুসল্লিদের নিয়ে তার ইমামতিতে ফজরের নামাজ শেষে দোয়া পড়া অবস্থায়  আকস্মিক মৃত্যু হয় । তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ বৃহস্পতিবার ( ১১ মার্চ) বাদ আসর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।