Tag Archives: নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত, আহত শতাধিক

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ শহরে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিতে  শাওন মাহমুদ ওরফে আকাশ (২০) নামের এক যুবদলের নেতা নিহত হয়েছেন।  আহত হয়েছেন শতাধিক।

শাওন  নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন।

জানা যায়, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ থেকেই সংঘর্ষ বাধে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত এই সংঘর্ষ চলছে। শহরের ২নং রেলগেট এলাকায় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। অপরদিকে রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এই সংঘর্ষে শাওন নিহত হয়েছেন।