Tag Archives: নিমসার থেকে ফেনসিডিলসহ ২ জন আটক

নিমসার থেকে ফেনসিডিলসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং থানার নিমসার বাজার এলাকা থেকে ৯৪ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১০ এপ্রিল দুপুরে বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লার দেবিদ্বার থানার বকরীকান্দি গ্রামের মোঃ মোহর আলীর ছেলে মোঃ তানভীর ইবনে আলী (২৮) এবং একই গ্রামের মৃত কবির হোসেনের ছেলে মোঃ হৃদয় হোসেন (১৯)।

এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।