শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনার মহিচাইল ইউপিতে আ’লীগ প্রার্থী বিজয়ী

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৩, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্থগিত দুই কেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু মুছা মজুমদার (নৌকা) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

স্থগিত দুই কেন্দ্রের পুনঃনির্বাচনে জামিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ১ হাজার ৮৮৬ ভোটের মধ্যে ১ হাজার ১৬৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে নৌকা প্রতীকে আবু মুছা মজুমদার ৯০৯, আনারস প্রতীকে একেএম রুহুল আমিন ৭৬ ও ধানের শীষ প্রতীকে কামরুল হাসান ১৮৪ ভোট পান।

অপর কেন্দ্র বামুটিয়া সরকারি প্রাথমিক ভোট কেন্দ্রের ১ হাজার ১৮০ ভোটের মধ্যে ৭৩৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে নৌকা প্রতীকে আবু মুছা ২৯৭, আনারস প্রতীকে রুহুল আমিন ২০৪ ও ধানের শীষ প্রতীকে কামরুল হাসান ২৩৮ ভোট পান। দুই কেন্দ্রের মোট ভোটে নৌকা প্রতীকে ১ হাজার ২০৬ ভোট, আনারস প্রতীকে ২৮০ এবং ধানের শীষ প্রতীক প্রার্থী ৪২২ ভোট পান। যার ফলে নৌকা প্রতীকে ৩ হাজার ৮৮০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি একেএম রুহুল আমিন (আনারস) পেয়েছেন ৩ হাজার ৪ ভোট এবং ধানের শীষ প্রতীকে ২০ দলীয় জোট প্রার্থী ২ হাজার ৭৭২ ভোট পান। এর আগে গত ৭ মে ২০১৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে ৭টি কেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগ প্রার্থী আবু মুছা মজুমদার থেকে ১২৭ ভোট এগিয়ে ছিল আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী একেএম রুহুল আমিন।
নির্বাচনী রিটার্নিং অফিসার ও উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা কামাল ওই ফলাফল ঘোষনা করেন।

আর পড়তে পারেন