Tag Archives: বেগমাবাদ প্রাথমিক বিদ্যালয়

দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মো. জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৮নং জাফরগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কৃষকলীগের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেগমাবাদ প্রাথমিক বিদ্যালয়ে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগ সদস্য সুজিত পোদ্দারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা কৃষকলীগ আহবায়ক এটিএম রকিবুল হাসান, সদস্য সচিব মো. সেলিম ভূইয়া, কৃষকলীগ নেতা মো. সাহেদ। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মো. সেলিম মিয়া, জাফরগঞ্জ ইউপি কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদিনসহ আরো অনেক।

এদিকে সম্মেলন শেষে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে কাজী রফিকুল ইসলামকে সভাপতি, বিমল সাহাকে সাধারণ সম্পাদক ও মো. জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।