রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলেনস্কিকে হত্যাচেষ্টার অভিযোগ: আটক ১

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৮, ২০২৩
news-image

অনলাইন ডেস্ক:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যাচেষ্টার অভিযোগে এক নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বিভাগ (এসবিইউ)। ইউক্রেনের একটি বন্যার্ত এলাকা পরিদর্শনে গেলে রাশিয়ার সহায়তার ওই নারী তাকে হত্যাচেষ্টা করেন বলে অভিযোগ করেছে নিরাপত্তা বিভাগ। খবর আলজাজিরা।

সোমবার (৭ আগস্ট) এসবিইউ জানিয়েছে, গোয়ান্দা তথ্যের মাধ্যমে ওই নারী জেলেনস্কির ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মাইকোলাইভ সফরের ভ্রমণসূচি জোগাড়ের চেষ্টা করছিলেন। আটক ওই নারীর একটি ছবিও প্রকাশ করেছে ইউক্রেন। নিরাপত্তা বিভাগ জানিয়েছে, তার কাছ থেকে সামরিক কার্যক্রমের কিছু ম্যাসেজ ও হাতের লেখা প্রমাণ উদ্ধার করা হয়েছে।

দেশটিতে প্রায় নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগ করা হয়। তবে ওই নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলেনস্কি। টেলিগ্রামের সোমবার তিনি জানান, এসবিইউয়ের প্রধান তাকে ‘বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে যুদ্ধের’ আপডেট তথ্য জানিয়েছেন।

চলতি বছরের জুনে মাইকোলাইভে বাধ ভেঙে বন্যা ও জুলাইয়ে বোমা বর্ষণ হয়। এ সময়ে ওই অঞ্চল সফরে যান জেলেনস্কি। তবে তার সফরে ঝুঁকির বিষয়টি বুঝতে পেরে বাড়তি পদক্ষেপ নেয় নিরাপত্তা বিভাগ।

নিরাপত্তা বিভাগ জানিয়েছে, ওই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে মাইকোলাইভে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। তার বিরুদ্ধে ইউক্রেনের ইলেকট্রনিকস ওয়ারফেয়ার সিস্টেম ও অস্ত্রাগারের তথ্য জোগাড়ের অভিযোগ করা হয়েছে। এসবিইউ কর্মকর্তারা নারীর সঙ্গে রুশ যোগাযোগকারী ও তার সহযোগীদের ব্যাপারে আরও তথ্য পেতে তাকে পর্যবেক্ষণ করেন। পরে তাকে গোয়েন্দা তথ্য পাচারের সময় ধরে ফেলেন। অভিযোগ প্রমাণিত হলে ওই নারীর সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড হতে পারে বলেও জানিয়েছে নিরাপত্তা বিভাগ।

এর আগে চলতি বছরের মে মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়। ক্রেমলিনের দাবি, ইউক্রেন পুতিনকে হত্যার জন্য ড্রোন হামলা চালিয়েছে। এ সময় ক্রেমলিন ইউক্রেনের বিরুদ্ধে প্রতিশোধের হুশিয়ারি দেয়। তবে অভিযোগ অস্বীকার করে ইউক্রেন।

আর পড়তে পারেন