Tag Archives: ব্যস্ততম

চাঁদপুরের ব্যস্ততম মহামায়া

চাঁদপুরের ব্যস্ততম মহামায়া-ছোট সুন্দর সড়কে মানুষের চরম ভোগান্তি

চাঁদপুরের ব্যস্ততম মহামায়া-ছোট সুন্দর সড়কে মানুষের চরম ভোগান্তি

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার মহামায়া-ছোট সুন্দর ব্যস্ততম সড়কটি সংস্কার না হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বহুদিন ধরে। খানাখন্দ ও বড় বড় গর্তে পানি জমে যেন কাঁদা মাটির সড়কে পরিণত হয়েছে। ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন ও স্থানীয়রা। ফলে হাজার হাজার মানুষের ভোগান্তির পাশাপাশি অহরহ ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে উপজেলার মধুরোড, ছোট সুন্দর, বড় সন্দর, কামরাঙ্গা বাজার, মনিহার হয়ে বাকিলা ও আলগী, পাকিস্তান বাজার, ভাটেরগাঁও, মোল্লার বাজার হয়ে শাহতলী এলাকায় যাতায়াত করেন।

এছাড়াও ডাকাতিয়া নদীর উপর ব্রিজ হওয়ায় ফরিদগঞ্জ উপজেলার শত শত মানুষ এ সড়ক দিয়েই মহামায়া বাজারে আসেন প্রতিনিয়ত। সরেজমিনে দেখা যায়, মহামায়া বাজার থেকে ছোট সুন্দর পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আড়াই কিলোমিটার দীর্ঘ এই সড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে গর্তে পানি জমে যায়। সড়কের উপরের পিচ উঠে অনেক জায়গায় কাঁদা জমে আছে। পাশাপাশি অনেকাংশেই সড়কের পাশ ভেঙ্গে পার্শ্ববর্তী খাল কিংবা পুকুরে তলিয়ে যায়। এসব জায়গায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও স্থানীয়রা। ছোট সুন্দর বাজার থেকে পূর্ব ও পশ্চিমে দুটি সড়ক গিয়েছে। সেগুলোতেও দেখা যায় একই চিত্র।

এই সড়ক দিয়ে চলাচলকারী ইজিবাইক চালক মহসিন ঢালী বলেন, রাস্তার যে বেহাল দশা, তাতে চলাচল করা খুবই কষ্ট। এ রাস্তায় নিয়মিত চলাচল করা যানবাহন ঘন ঘন খারাপ হওয়ায় মেরামত ব্যয়ও বেড়ে যায়। রাস্তাটি সংস্কারের অভাবে আমাদের প্রতিনিয়ত কষ্ট-দুর্ভোগের শিকার হতে হয়। মোটর চালিত রিকশা চালক সেলিম বলেন, রাস্তাটি ভেঙে-চুরে খানাখন্দের সৃষ্টি হওয়ায় দ্রুত চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূূর্ণ। যে কারণে এ রাস্তায় চলাচল করতে অনেক সময়ও ব্যয় হয়। তাই আশপাশের যাত্রীরা এখন আর ঝুঁকি নিয়ে রিকশায় উঠতে চায় না। তারা বেশিরভাগ সিএনজিতে করেই চলাচল করছে। আর আমরা অসহায়ের মত রিকশা নিয়ে বসে থাকতে হয়।

এ সড়কে চলাচলকারী কয়েকজন পথচারী বলেন, শুনেছি ভাষাবীর সেতুর কাজ শেষ হলেই রাস্তার কাজ শুরু করবে। কিন্তু দীর্ঘ এই সড়কটির সংস্কার কাজ শুরু করতেও অনেক সময়ের ব্যাপার। এতদিনে সড়কের অবস্থা আরো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তাই প্রাথমিকভাবে কিছুটা সংস্কার করে যানবাহন ও যাত্রীসাধারণের চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাই। এদিকে সড়কটিতে গিয়ে যায়, সড়ক পথের সকল যানবাহনই এই সড়ক দিয়ে চলাচল করে আসছে প্রতিনিয়ত। বর্তমান সময়ে অত্যন্ত ব্যস্ততম এই সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সহ সংশ্লিষ্ট এলাকাবাসী।

এ ব্যাপারে চাঁদপুর সদর উপজেলা প্রকৌশলী মো. রেজাউন নবী দৈনিক আজকের কুমিল্লাকে বলেন, এই রাস্তাটি অনেক বড় হওয়ায় মহামায়া বাজার থেকে ৮০০ মিটার পর্যন্ত আরসিসি ঢালাইয়ের কাজ বর্ষার মধ্যেই শুরু করা হবে। আর বাকী অংশটুকু বর্ষা শেষ হলে কার্পেটিং এর মাধ্যমে সংস্কার করার কথা জানান এই কর্মকর্তা। তিনি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান আজিজ এন্ড ব্রাদার্স এর মাধ্যমে সড়কের কাজ করা হবে। ইতিমধ্যে সড়কের দুই পাশের গাইড ওয়ালের কাজ শেষ হয়েছে।