বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যান হলেন যারা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩০, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলার ১৫ ইউনিয়নে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে আখাউড়ার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ নৌকা প্রতীকে কোনো মনোনয়ন দেয়নি। ফলে এসব ইউনিয়নে প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এদিকে বিজয়নগরের ১০টি ইউনিয়নের মধ্যে পাঁচটি আওয়ামী লীগ ও বাকি পাঁচটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয় লাভ করেছেন।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এ ফলাফল জানা যায়।

আখাউড়া উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিতদের মধ্যে মনিয়ন্ধ ইউনিয়নে মাহবুবুল আলম চৌধুরী (দীপক) অটোরিকশা প্রতীকে ৫ হাজার ৭৮৫ ভোট পেয়েছেন, ধরখার ইউনিয়নে সফিকুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৬৯২ ভোট পেয়েছেন, মোগড়া ইউনিয়নে আব্দুল মতিন চশমা প্রতীকে ৩ ৭২৭ ভোট পেয়েছেন, আখাউড়া উত্তর ইউনিয়নে মো. শাহজাহান টেলিফোন প্রতীকে ২ হাজার ৫১০ ভোট পেয়েছেন, আখাউড়া দক্ষিণ ইউনিয়নে জালাল উদ্দিন আনারস প্রতীকে ৩ হাজার ৪০৭ ভোট পেয়েছেন।

বিজয়নগর উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিতদের মধ্যে বুধন্তী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজি সাইয়্যাদুল ইসলাম চশমা প্রতীকে ৭ হাজার ৩৫৮ ভোট পেয়েছেন, চান্দুরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ এস শামিউল হক চৌধুরী ৪ হাজার ২০৯ ভোট পেয়েছেন, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউল হক বকুল আনারস প্রতীকে ৩ হাজার ৫৪৬ ভোট পেয়েছেন, চম্পকনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন চৌধুরী দুটি পাতা প্রতীকে ২ হাজার ৪২৫ ভোট পেয়েছেন, হরষপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সারওয়ার রহমান ভূঁইয়া ৬ হাজার ২৫২ ভোট পেয়েছেন, পত্তন ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাজুল ইসলাম ঘোড়া প্রতীকে ৬ হাজার ২০৬ ভোট পেয়েছেন, সিঙ্গারবিল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনিরুল ইসলাম ৯ হাজার ৪২৯ ভোট পেয়েছেন, বিষ্ণুপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল উদ্দিন চশমা প্রতীকে ৩ হাজার ৯২৯ ভোট পেয়েছেন, চার ইসলামপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দানা মিয়া ভূঁইয়া ৩ হাজার ৪৮২ ভোট পেয়েছেন, পাহাড়পুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম ১০ হাজার ৩৬২ ভোট পেয়েছেন।

আর পড়তে পারেন