Tag Archives: ব্রাহ্মণপাড়ায় বন্যার্ত পরিবারের পাশে জাফরগঞ্জ গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউটের ২০০১ ব্যাচ

ব্রাহ্মণপাড়ায় বন্যার্ত পরিবারের পাশে জাফরগঞ্জ গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউটের ২০০১ ব্যাচ

স্টাফ রিপোর্টার:

মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাফরগঞ্জ গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউটের এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুদের সম্মিলিত প্রচেষ্টায় বন্যা কবলিত এলাকা ব্রাহ্মণপাড়ার নাইগর, নোয়াপাড়া, সদরপাড়, টাটেরা গ্রামে উপহার সামগ্রী হিসেবে প্রায় ৪৫০ প্যাকেট বিরিয়ানি, প্রয়োজনীয় ওষুধপত্র, বাচ্চাদের খাবার বিতরণ করা হয়।

১২জন বন্ধুর সমন্বয়ে দুইটি গ্রুপে বিভক্ত হয়ে এই সময় তারা সাহেবাবাদ থেকে ট্রলারযোগে প্রায় ৩ কিলোমিটার ভিতরে গিয়ে গ্রামের প্রতিটি পরিবারের হাতে হাতে এই উপহার সামগ্রী পৌঁছে দেয়।

এই ব্যাচের দেশ ও দেশের বাহিরের বিভিন্ন পেশায় কর্মরত প্রতিটি বন্ধুর আন্তরিকতায়,সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় বন্যা কবলিত পরিবারগুলোর নিদারুণ কষ্ট আর বিপর্যয় বিবেচনায় রেখে এই মানবিক কাজের উদ্যোগ নেয়া হয় এবং উদ্যোগটি সুন্দরভাবে সফল করার জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা প্রকাশ করেন।

মানবিক এই আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত শারীরিক, মানুষিক ও আর্থিক ভাবে সহযোগিতার জন্য আয়োজক বন্ধুরা সকলের প্রতি শুভেচ্ছা জানান। আয়োজক বন্ধুদের মধ্যে আবু তাহের, ডা: কামরুল, মোজাম্মেল মাস্টার, সেলিম, সুমন, মিজান, বেলায়েত, জহিরুল, কামাল, পারভেজ, আজাদ, মোসলেম, কাজী সাইফুল ও ডাঃ মিজান উপস্থিত থেকে আজকের কার্যক্রমটি বাস্তবায়ন করেন।