শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেসবুকে ভুলে পাঠানো মেসেজ মুছে ফেলবেন যেভাবে

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৯, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

মুঠোফোনে কিংবা ফেসবুকে ক্ষুদেবার্তা একবার পাঠানো হয়ে গেলে তা মুছে ফেলার কোনো উপায় নেই। এতোদিন এমনটিই সবাই জানত।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভুল করে কাউকে মেসেজ পাঠানোর পর তা ডিটিল করার উপায়ও আছে। যারা কাউকে ভুল করে ক্ষুদেবার্তা পাঠিয়েছেন তাদের জন্য এই টিপস।

মেসেঞ্জারে পাঠানো মেসেজ খুব সহজেই মুছে ফেলা বা ডিলিট করা যায়। এ জন্য কম্পিউটারে ফেসবুক ব্যবহারের সময় প্রথমে মেসেঞ্জারের চ্যাট স্ক্রিন চালু করতে হবে।

এবার পোস্ট করা মেসেজ বা ছবির বাঁয়ে থাকা তিনটি ডট চিহ্নে কার্সর রাখলেই ডিলিট অপশন পাওয়া যাবে। ক্লিক করলেই মুছে যাবে বার্তাটি।

এছাড়া স্মার্টফোনের মেসেঞ্জার অ্যাপে পাঠানো মেসেজের ওপর কার্সর রাখলেই বিভিন্ন রি-অ্যাকশন ইমোজিসহ স্ক্রিনের নিচে ডিলিট অপশন দেখা যাবে। এতে ক্লিক করলেই মুছে যাবে বার্তাটি।

আর পড়তে পারেন