কুমিল্লার কোটবাড়ি নন্দনপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাসুম মিয়া নামে এক যুবক নিহতের ঘটনায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৮ আগস্ট) রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় আব্দুল হান্নান নামের এক ব্যক্তি এই মামলা দায়ের করেন। মামলায় ৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফকেও আসামি করা হয়। নিহত মাসুম মিয়া কুমিল্লা সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুর এলাকার বাসিন্দা শাহিন মিয়ার ছেলে।
জানা গেছে, আন্দোলনে কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি নন্দনপুরে গত ৪ আগস্ট শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে নিহত হন মাসুম মিয়া। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই মনির হোসেন নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠান। ময়নাতদন্ত শেষে নিহতের পরিচয় না পাওয়ায় তাকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের ছবি দেখে মামলার বাদী ও নিহতের স্বজনরা মাসুম মিয়াকে শনাক্ত করেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া জানান, মাসুম মিয়া হত্যার ঘটনায় রোববার রাতে কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনাসহ ৬২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
তিনি জানায়, মামলায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফের নামও রয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে আসামিদের আইনের আওতায় আনতে কাজ করছি।