ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ায় কুরুলিয়া খালে গোসল করতে নেমে নিখোঁজ গৃহবধূ সীমা আক্তারের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ জুন) বিকালে পৌর এলাকার নয়নপুর এলাকার ওই খাল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত সীমা আক্তার ওই গ্রামের রাজন মিয়ার স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, শুক্রবার বিকালে সীমা আক্তার গোসল করতে খালে নামেন। পরে তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ডুবুরি দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।