ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ট্রাক্টর উল্টে রাকিব (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব একই ইউনিয়নের কুড়িঘর গ্রামের মোকাদ্দেস মিয়ার ছেলে।
নিহত কিশোরের ভগ্নিপতি রফিকুল ইসলাম জানান, রাকিব ইটভাটার ট্রাক্টরের শ্রমিক হিসেবে কর্মরত ছিল। সে ট্রাক্টর চালাতে জানতো না। তারপরও সে বেলা সাড়ে ১১টার দিকে চাবি নিয়ে জাহান ব্রিকস ফিল্ডে থাকা একটি ট্রাক্টর স্টার্ট দেয়।
ট্রাক্টরটি ইটভাটা থেকে বের হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে রাকিব গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।