শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি লাকসাম- মনোহরগঞ্জ উপজেলা শাখা ত্রি-বার্ষিক সম্মেলন

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৪, ২০১৭
news-image

 

সেলিম চৌধুরী হীরাঃ
‘‘গুনগতমানের শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে খন্ডিত নয়, সর্বাত্মক শিক্ষার জাতীয় করণ চাই’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার সকালে লাকসাম পাবলিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মোঃ ফিরোজ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভুঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, যুবলীগ নেতা আলহাজ্ব মনিরুল ইসলাম রতন, কাউন্সিলর আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, শিক্ষক সমিতির নেতা আবু জামান খাঁন, ইছহাক মিয়া, ড. মোঃ মাহবুব আলম, আবদুল মান্নান মজুমদার, আবুল খায়ের, গাজী মোঃ আঃ রশিদ, এনায়েত উল্লাহ, সফিউল্লাহ, মঞ্জুরুল আলম লিটন, নাছিমা আক্তার, আবদুল আউয়াল ছিদ্দিকী, শাহজাহান সিরাজ, নুশরাত ছিদ্দিকী, মোঃ আবদুল হালিম, সফিকুর রহমান জুয়েল, মশিউর রহমান, বিল্লাল হোসেন, নূর হোসেনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।

আর পড়তে পারেন