Tag Archives: ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণের শিকার নারীর মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণের শিকার নারীর মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধর্ষণের অভিযোগে মকবুল নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মকবুল উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

জানা যায়, উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মকবুলসহ আরও ২ জন একই এলাকার এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ১১ জুন ভুক্তভোগী নারী বাদী হয়ে ৩ জনকে আসামি নবীনগর থানায় ধর্ষণ মামলা করেন।

নবীনগর থানার ওসি (তদন্ত) মো. সোহেল বলেন, ধর্ষণের মামলায় ইউপি সদস্য মকবুলকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।