ডেস্ক রিপোর্টঃ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সরকার ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটেনের রানি এলিজাবেথ। মঙ্গলবার (২৩ মার্চ) সরকারি তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটেনের রানি এলিজাবেথ। অর্ধশতাব্দী ধরে দু’দেশের অংশীদারিত্ব বন্ধুত্ব ও সম্প্রীতির ভিত্তির ওপর রচিত বলে রানি এলিজাবেথ তার শুভেচ্ছা বার্তায় বর্ণনা করেছেন।