Tag Archives: ভিডিওর

আওয়ামী লীগের পেইজে

আওয়ামী লীগের পেইজে প্রচারিত ভিডিওর প্রতিবাদে দাউদকান্দি পৌর বিএনপির সংবাদ সম্মেলন

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন দাউদকান্দি পৌর বিএনপি।

সোমবার(৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানান।

বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটি পেইজে প্রচারিত ভিডিও ফুটেজকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে দাউদকান্দি পৌরসভা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার বলেন, ওই ভিডিওতে দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপির কোন নেতা কর্মীর কোন সংযুক্ত নেই। ৫আগষ্ট দেশ স্বাধীন হয়েছে, ওইসময় কে কোথ্যেকে দুষ্কৃতকারী এসেছে এবং আওয়ামী লীগেরও কিছু লোক লুটপাটের সাথে জড়িত ছিল। যারা রাইফেল অস্ত্র লুট করেছে তাদের কারো সাথে বিএনপির কোন সম্পৃক্ততা নেই। ওইদিনের হামলা বা ন্যাক্কারজনক ঘটনায় বিএনপির কোন নেতাকর্মী জড়িত ছিল না। ওইদিন জনগণ ছিল, জনগণ কি করেছে বিএনপি নেতারা বলতে পারবে না।

তিনি বলেন, বিগত দিনে আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে বড় বড় অস্ত্র নিয়ে স্যারকে( ড. খন্দকার মোশাররফ হোসেন) হুমকি দিয়েছেন, স্যারের বাসা বাড়ি ভাংচুর করেছেন। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে কোনদিন দাউদকান্দিতে এধরণের ঘটনা ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না। বিএনপি সুশৃংখল দল, আওয়ামী লীগ হলো সন্ত্রাসী দল, সন্ত্রাসী করেছে বলেই তাদের দলনেত্রী পালিয়ে যেতে বাদ্য হয়েছেন। আর তাদের আওয়ামী লীগের ৩০০ এমপির একজনকেও বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। কারন কি, অবশ্যই তারা সন্ত্রাসী করেছেন। এখন দাউদকান্দির আওয়ামী লীগের কোন লোকজনকেও দেখা যাচ্ছে না। থানায় অগ্নিসংযোগ, ভাংচুর, অস্ত্র লুট সবই আওয়ামী লীগের লোকজন করেছেন। এখন বিএনপির নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আমেরিকা ইনক এর সভাপতি ও দাউদকান্দি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু মুসা, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার, সদর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজগর মেম্বার, সদস্য সচিব মহসিন আহম্মেদ, পৌর জাসাচ আহ্বায়ক মোল্লা সোহেল প্রমুখ।

উল্লেখ্য, গতকাল (৮সেপ্টেম্বর) ” বাংলাদেশ আওয়ামী লীগ” নামের একটি ফেসবুক পেইজ থেকে একমিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও প্রচার করা হয়। পেইজে লেখা ছিল,

“এক্সক্লুসিভ কুমিল্লার দাউদকান্দিতে, কারা লুট করেছে থানা ও পুলিশের অস্ত্র?

৫ আগস্ট বিএনপির নেতৃত্বে কুমিল্লার দাউদকান্দি থানার ভিতর আগুন জ্বালিয়ে দেয়া হয় ও পুলিশের শটগান ও রাইফেল লুট করা হয়।

ভিডিও ফুটেজ দেখে এই সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক।”