Tag Archives: ভুয়া সনদের ঘটনায় ইউপি চেয়ারম্যানও জড়িত!

ভুয়া সনদের ঘটনায় ইউপি চেয়ারম্যানও জড়িত!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগরে রোহিঙ্গা যুবককে ভুয়া জন্মসনদ করে দেয়ার অভিযোগে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ইসমাইল হোসেন (৪২) ও ব্যবসায়ী নকীব মোহাম্মদ নাছরুল্লাহকে (২৭) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (১৯ জুন) সন্ধ্যায় মুরাদনগরের বাখরগঞ্জ বাজার থেকে নাছরুল্লাহকে ও বৃহস্পতিবার (২০ জুন) ইউপি সচিব ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া।

গ্রেফতার ইসমাইল হোসেন সদর উপজেলার গুনানন্দী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। তিনি মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের সচিব। নকীব মোহাম্মদ নাছরুল্লাহ মুরাদনগরের কুলু বাড়ি এলাকা মো. শাহজাহান মিয়ার ছেলে। তিনি কোম্পানিগঞ্জ বাজারের নকীব ট্যুরস এন্ড ট্রাভেলসের মালিক।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৫ই ফেব্রুয়ারী কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে মুরাদনগর উপজেলার পশ্চিম ঘোড়াশাল ৪ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন ও হাসিনা বেগমের ছেলে হিসেবে ভুয়া জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করতে যান ইয়াছির নামে এক রোহিঙ্গা যুবক। এসময় রোহিঙ্গা হিসেবে সন্দেহ হলে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তার নাম-ঠিকানা জিজ্ঞেস করলে তার সঠিক জবাব দিতে না পারায় তাকে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হওয়া যায় তিনি রোহিঙ্গা।

এরপর রোহিঙ্গা যুবক ইয়াছিরের আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসে ভুয়া জন্মনিবন্ধনসহ পাসপোর্ট তৈরিতে সহায়তাকারী চক্রের সদস্যদের নাম।

ইয়াছিরের জবানবন্দি অনুযায়ী অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ। চার মাস পর বুধবার সন্ধ্যায় গ্রেফতার করে নাছরুল্লাহকে। বৃহস্পতিবার তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তার দেয়া জবানবন্দিতে বের হয়ে আসে আরো চাঞ্চল্যকর তথ্য। মদিনা টুরস এন্ড ট্রাভেলসের মালিক হাসান মাহমুদ রোহিঙ্গার ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করে দেয়ার জন্য নাছরুল্লাহকে জানায়। তারপর হাসান মাহমুদ ও নাছরুল্লাহ মিলে ইউপি সচিব ইসমাইলের সঙ্গে কথা বললে ৫০ হাজার টাকার বিনিময়ে জন্ম নিবন্ধন করে দেয়।

এছাড়াও আগে আরও পাঁচটি ভুয়া রোহিঙ্গা জন্মনিবন্ধন করেছেন সদর ইউপি চেয়ারম্যান কাজী মো. তুফরীজ ও ইউপি সচিব ইসমাইল হোসেন।

রোহিঙ্গাদের ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরির কাজে মুরাদনগর উপজেলার সদর ইউনিয়ন চেয়ারম্যান কাজী মো. তুফরীজ জড়িত আছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নাছরুল্লাহ।

নাছরুল্লাহ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে ইউপি সচিব ইসমাইল হোসেনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৫০ হাজার টাকার বিনিময়ে ভুয়া জন্ম নিবন্ধন করে দেয়ার বিষয়টি স্বীকার করেন তিনি।

রোহিঙ্গাদের ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরি করে দেয়ার সাথে সরাসরি জড়িত থাকার বিষয়ে কুমিল্লা ১৩ নং মুরাদনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মো: তুফরীজ বলেন, ‘গত ফেব্রুয়ারি মাসে আমাদের সার্ভার হ্যাক হয়েছিল। এ বিষয়ে আমি কিছু জানি না। আমার ইউপি সচিব যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে আমি এই কাজের সঙ্গে জড়িত না।’