রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শোক দিবসে অজিত গুহ কলেজের উদ্দ্যোগে দোয়া মাহফিল আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৫, ২০২৩
news-image

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল:

১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের উদ্দ্যোগে দোয়া মাহফিল,আলোচনা সভাও পুরস্কার বিতরণ অনুুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় অত্র কলেজ মিলনায়তনে উক্ত অনুুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য হাসান ইমাম মজুমদার (ফটিক)। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ মোস্তাক আহমদ, কলেজ শিক্ষক পারিষদের সম্পাদক আবু জাহেদ।

সহকারী অধ্যাপক নজমা আহমেদ এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন গনিত বিভাগের প্রভাষক তানিয়া আহমেদ, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নাসিম উদ্দিন ফয়সাল সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা সহ আরো অনেকে।

অনুুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টির পিছনে বঙ্গবন্ধুর অবদান ছিল অসীম। কিভাবে এ দেশের নাম বাংলাদেশ হলো তোমরা সকলে এসবের ইতিহাস পড়বা। আর
স্মার্ট বাংলাদেশ বির্নিমানে তোমাদের সঠিক সিদ্বান্ত নিতে হবে। তোমাদের সঠিক সিদ্বান্তই একদিন এদেশ স্মার্ট বাংলাদেশ তধা আধুনিক দেশে পরিণত হবে। তোমরাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ার।

অনুুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন,
বঙ্গবন্ধু এ দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের কথা, দেশের উন্নয়নের কথা, মানুষের অধিকার আদায়ের কথা, মানুষের নিরাপত্তার কথা সবসময় ভেবেছেন। বর্তমান বাংলাদেশ শেখ হাত ধরে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার ধারাকে ধরে রাখতে হলে এদেশে আবার ও শেখ হাসিনার প্রয়োজন। তাই আসছে আগামী জাতীয় নির্বাচনে কিভাবে শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত করা যায় এ বিষয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আর পড়তে পারেন