সামাজিক সংগঠন সময়ের বাতিঘর কর্তৃক মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত
মাদক মুক্ত নিরাপদ সমাজ বিনির্মাণে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়নের ১নং ওয়ার্ড লালবাগ গ্রামের সামাজিক সংগঠন সময়ের বাতিঘর কর্তৃক মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর বুধবার লালবাগ দারুসুন্নাত সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সময়ের বাতিঘর এর সাথে জগপুর পূর্বপাড়া ও দক্ষিণপাড়ার ২ টি সামাজিক সংগঠন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম। ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহনেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ এর বর্তমান চেয়ারম্যান মমিনুল ইসলাম, সময়ের বাতিঘর এর সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মোবারক, উপদেষ্টা মোহাম্মদ আলী মেম্বার ও উপদেষ্টা মাওলানা শাহজাহান এবং দারুসসুন্নাত আলীম মাদ্রাসার অধ্যক্ষ ও রওশন আশরাফ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ।
সংগঠনের সদস্য ডাক্তার মশিউর রহমান মজুমদার ও সদস্য সৈয়দ গোলাম মোস্তফা মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য-১ ও সময়ের বাতিঘর শিক্ষা কমিশনের সভাপতি জনাব মশিউর রহমান মজুমদার মুকুল।এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, লালবাগ গ্রামবাসী, জগপুর গ্রাম থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দরা সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শেষে লালবাগ গ্রামের সর্দার মোহাম্মদ আলী মেম্বার সমগ্র গ্রামবাসীদের নিয়ে মাদক নির্মূলের ডাক দেন ।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তার বক্তব্যে বলেন, সংগঠন ও গ্রামের সর্ব স্তরের মানুষদের নিয়ে যেখানে মাদক সেখানে প্রতিরোধ করবো।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাদক ব্যবসা বন্ধ করতে হলে আমাদের অভিভাবকদের সতর্ক হতে হবে। সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে। আপনারা যারা সমাজের প্রতিনিধিত্ব করছেন তারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। যারা মাদক ব্যবসায়ের সাথে জড়িত তাদের নাম ও তালিকা দিন। আমি এখানে কথা দিয়ে যাচ্ছি আগামী এক মাসের মধ্যে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।