শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমি গ্রামে জন্মগ্রহন করেছি, গ্রামেই থাকতে চাই – আমির হোসেন ভূঁইয়া এমপি

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৩, ২০১৮
news-image

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দিঃ
ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় পাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কুমিল্লা- ২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য, আলহাজ্ব মো. আমির হোসেন ভূঁইয়া এমপি বলেছেন, নির্বাচন আসলে এক ধরনের অতিথি পাখি আসে, আবার চলে যায়। তাঁরা নির্বাচিত হলেও গ্রামের জনগনের কোন উপকারে আসেনা। ঢাকায় বসে নিজস্ব ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। তাঁরা গ্রামে আসেনা সংসদ পর্যন্তই তাঁদের বিচরণ। এদেরকে বিতাড়িত করবেন।

শুক্রবার সকালে উপজেলা সদরের এমপি ভবনে তিতাস উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।

তিনি আরো বলেন, আমি গ্রামে জন্মগ্রহন করেছি, গ্রামেই থাকতে চাই। আপনার আমার বাব-মা, আপনারাই আমার ভাই। আমি আপনাদেরই সন্তান। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলামের পরিচালনায়, এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তিতাস উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক এহসানুল হক সেলিম, সাবেক সিনিয়র সহ-সভাপতি ফরহাদ কামাল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রসমাজের সভাপতি হযরত আলী প্রমূখ।

আর পড়তে পারেন