Tag Archives: মাশরাফিকে সিলেটে

মাশরাফিকে সিলেটে, লিটনকে ঢাকায়,

মাশরাফিকে সিলেটে, লিটনকে ঢাকায়, মাহমুদউল্লাহকে কিনল বরিশাল

মাশরাফিকে সিলেটে, লিটনকে ঢাকায়, মাহমুদউল্লাহকে কিনল বরিশাল

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের ডামাডোল শুরু হয়ে গেছে অনেক আগেই। আজ অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার ড্রাফট। বিপিএলের সাতটি দলের মধ্যে তিনটি দলের ক্রিকেটার ধরে রাখার সুযোগ ছিল না,  বাকি চারটি দল পুরনো খেলোয়াড়দের মধ্যে একজন অথবা দু’জন ধরে রাখার সুযোগ পেয়েছে।

ড্রাফটের আগে প্রতিটি দল অন্তত দু’জন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে আবদ্ধ করার সুযোগ পেয়েছিল। এ কারণে ড্রাফটের আগেই উল্লেখযোগ্য কিছু ক্রিকেটার দল পেয়ে গিয়েছিলেন।

প্রতিটি ফ্রাঞ্চাইজি বাকি ক্রিকেটারদের নিয়ে দল সাজানোর সুযোগ পাচ্ছে প্লেয়ার্স ড্রাফট থেকে, যেখানে ক্যাটাগরি ভিত্তিক দেশি এবং বিদেশি ক্রিকেটারদের সাজিয়ে তোলা হয়েছে। এখান থেকে পছন্দমতো ক্রিকেটার বেছে নেয়ার সুযোগ পাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো।

সাকিব, তামিম, মুশফিক, মোস্তাফিজ, তানজিদ তামিমদের মতো ক্রিকেটারদের আগেই চুক্তিভূক্ত করে নিয়েছিলো দলগুলো। ড্রাফট থেকে সিলেট স্ট্রাইকার্স মাশরাফি বিন মর্তুজাকে দলে নিয়েছে। গত দুই মৌসুম এই দলেই খেলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

লিটন দাস গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ছিলেন। এবার তাকে ড্রাফট থেকে কিনে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। আর সদ্য টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া মাহমুদউল্লাহ রিয়াদকে কিনে নিয়েছে ফরচুন বরিশাল। গত আসরেও এই দলটিতে ছিলেন রিয়াদ এবং বরিশালকে চ্যাম্পিয়ন করতে ভূমিকা রেখেছিলেন।

ফরচুন বরিশালে গত আসরে ছিলেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমও। ফ্রাঞ্চাইজিটি সরাসরি চুক্তিতে এই দু’জনকে দলে নিয়েছে। মেহেদী হাসান মিরাজ গতবার এই দলের অংশ ছিলেন, কিন্তু এবার সরাসরি চুক্তিতে তিনি খুলনা টাইগার্সে নাম লিখিয়েছেন।