Tag Archives: মাস্ক না পরায় নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৩০০ টাকা জরিমানা

মাস্ক না পরায় নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৩০০ টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিতকরণে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ মার্চ) নগরীর কান্দিরপাড়, বাদুরতলা ও মনোহরপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনি রায়, নাছরিন সুলতানা ও ফাহিমা বিনতে আখতার এই অভিযান পরিচালনা করেন।

এসময় ৩টি অভিযানে ২৩টি মামলায় মোট ৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিরতণ করা হয়।

এই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা করেন আনসার ও পুলিশ বিভাগের সদস্যরা। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।