Tag Archives: মা-ছেলের

মুরাদনগরে একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার

মুরাদনগরে একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

মুরাদনগর উপজেলায় একই রশিতে ঝুলন্ত মা ও ছেলের মরদেহ উদ্ধার করছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) সকালে বাঙ্গরা বাজার থানার নবিয়াবাদ গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, তাদের হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহতরা হলো নবিয়াবাদ গ্রামের প্রবাসী আ. মতিনের স্ত্রী রাবেয়া বেগম (২৬) ও তার ছেলে আব্দুল্লাহ (৩)।

রাবেয়ার বাবা ইদ্রিস মিয়া জানান, ‘আমার মেয়ের পা দুটো মাটিতে লাগে আছে। ফাঁসির চিত্র দেখে স্পষ্ট যে মা-ছেলেকে মেরে রশিতে ঝুলিয়ে রেখে গেছে। আমি থানায় লিখিত অভিযোগ করতে যাচ্ছি।’

স্থানীয় একটি সূত্র জানায়, রাবেয়ার স্বামী সৌদি আরব থাকেন। বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির সঙ্গে রাবেয়ার সম্পর্ক ভালোই ছিল।

বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, সকালে মা ও ছেলেকে বসতঘরের আড়ার মধ্যে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

তিনি আরো জানান, এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। তার আগে কিছু বলা যাচ্ছে না।

দীর্ঘ ৭ বছর পর দেখা হলো মা-ছেলের

দীর্ঘ ৭ বছর পর দেখা হলো মা-ছেলের

দীর্ঘ ৭ বছর পর দেখা হলো মা-ছেলের

ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ সাত বছর পর দেখা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে বুধবার বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে উপস্থিত হয়ে তারেক রহমান, তার স্ত্রী এবং পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে স্বাগত জানান।

দলীয় সূত্রে জানা গেছে, লন্ডনে পৌঁছে খালেদা জিয়াকে সরাসরি হাসপাতালে ভর্তি করার পরিকল্পনা রয়েছে। তারেক রহমানের সঙ্গে কিছুদিন থাকার পর তিনি যুক্তরাষ্ট্রে যাবেন। মেরিল্যান্ডের পূর্ব বাল্টিমোরে অবস্থিত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে তার চিকিৎসা হবে।

তারেক রহমান ২০০৭ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন। মঙ্গলবার রাত ১০টায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার আকাশ থেকে উড্ডয়ন করে কয়েক ঘণ্টা পর লন্ডনে পৌঁছান খালেদা জিয়া। সেখানে গিয়ে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়।

এর আগে, চোখ ও পায়ের চিকিৎসার জন্য ২০১৭ সালের ১৫ জুলাই সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন খালেদা জিয়া। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রাবিরতি করে ১৬ জুলাই বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। সেই সময় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে স্বাগত জানান। সেই সময় খালেদা জিয়া ও তারেক রহমান উভয়েই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারেক রহমান নিজের গাড়িতে করে খালেদা জিয়াকে গন্তব্যে নিয়ে যান।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সংবলিত এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাতে লন্ডনে পৌঁছান খালেদা জিয়া।