Tag Archives: ম্যাচসেরা

অভিষেকেই ম্যাচসেরা

অভিষেকেই ম্যাচসেরা বাংলাদেশের হামজা

অভিষেকেই ম্যাচসেরা বাংলাদেশের হামজা

ডেস্ক রিপোর্ট:

লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেওয়ার পর হামজা চৌধুরীর অভিষেক হলো ইংলিশ চ্যাম্পিয়নশিপের মাঠে। বাংলাদেশি বংশোদ্ভূত এই ডিফেন্সিভ মিডফিল্ডার প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন এবং ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন।

শনিবার রাতে ডার্বি কাউন্টির প্রাইড পার্ক স্টেডিয়ামে শেফিল্ড ইউনাইটেড স্বাগতিক দলকে ১–০ ব্যবধানে পরাজিত করে। ৪৯ মিনিটে চিলির ফরোয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ জয়সূচক গোলটি করেন। এই জয়ের মাধ্যমে শেফিল্ড পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে। ইংলিশ চ্যাম্পিয়নশিপে শীর্ষ দুই দল সরাসরি প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয়। তাই, এই অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমে শেফিল্ড ইউনাইটেড আবারও প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে।

হামজা চৌধুরী এই ম্যাচে পুরো ৯০ মিনিট দলের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সতীর্থদের বলের জোগান দিয়ে কোচের আস্থার প্রতিদান দেন। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার তার অভিষেক ম্যাচে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেন। ম্যাচে তিনি ৬১ বার বল স্পর্শ করেছেন, ড্রিবলে ১০০% সফলতা অর্জন করেছেন, ৮০% নিখুঁত পাস দিয়েছেন, চারবার লম্বা পাস সফলভাবে সম্পন্ন করেছেন, পাঁচবার গ্রাউন্ড ডুয়েলে জয়ী হয়েছেন, তিনবার প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন এবং দুবার ইন্টারসেপশন করেছেন। উল্লেখ্য, ডার্বি কাউন্টির কোনো খেলোয়াড়ই হামজাকে ট্যাকল বা ড্রিবল করতে পারেননি।

ম্যাচ শেষে শেফিল্ড ইউনাইটেডের এক্স পেজে ম্যাচসেরা খেলোয়াড় বেছে নেওয়ার জন্য ভোট চাওয়া হয়। সেখানে ৭০.৫০% ভোট পড়ে হামজা চৌধুরীর পক্ষে। শেফিল্ড ইউনাইটেডের অফিশিয়াল এক্স পেজে হামজার একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘অভিষেক ম্যাচেই প্লেয়ার অব দ্য ম্যাচ পারফরম্যান্স।’

কোচ ক্রিস ওয়াইল্ডারও হামজার প্রশংসা করে বলেন, ‘হামজা আজ হামজার মতোই খেলেছে। বেশ কিছুদিন ধরে সে কোনো ম্যাচ খেলেনি, কিন্তু আজ মাঠে তার পারফরম্যান্স ছিল চমৎকার। আমি ভেবেছিলাম ৭০ মিনিট পর তাকে বদলি করব, কিন্তু সে এত ভালো খেলছিল যে সেটা করা সম্ভব হয়নি।’

ইংলিশ চ্যাম্পিয়নশিপে ৩০ ম্যাচ শেষে শেফিল্ড ইউনাইটেডের পয়েন্ট ৬১, যা দলকে দ্বিতীয় স্থানে রাখে। শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের পয়েন্ট ৬৩। শেফিল্ডের পরের ম্যাচ আগামী শনিবার পোর্টসমাউথের বিপক্ষে।

আগামী মার্চে সব ঠিক থাকলে হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হতে পারে।

ইতিহাস গড়ে ম্যাচসেরা ট্রেন্ট বোল্ট

ডেস্ক রিপোর্ট:

ভিন্ন ভিন্ন সমীকরণ মাথায় নিয়ে বেঙ্গালুরুতে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড। সেমিতে পা দিতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না কিউইদের। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করতে জয় প্রয়োজন ছিল লঙ্কানদের। নিউজিল্যান্ড তাদের কাজটা ভালোভাবেই করেছে। বড় জয়ে নেট রানরেটটাও বাড়িয়ে নিয়েছে। গুরুত্বপূর্ণ এই জয়ে ৩ উইকেট শিকার করে সবচেয়ে বড় অবদান ট্রেন্ট বোল্টের। তাতে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

ম্যাচসেরা হওয়ার দিনে একাধিক রেকর্ডও গড়েছেন বোল্ট। প্রথম পাওয়ার প্লেতে কুশল মেন্ডিসের উইকেট নিয়ে নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে উইকেটের ফিফটি করেন তিনি। এরপর চার বলের ব্যবধানে ফিরিয়েছেন সাদিরা সামারাবিক্রমাকেও। তাতে আরো একটা রেকর্ড গড়েছেন এই বাঁহাতি পেসার। তৃতীয় কিউই বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ করেন ৬০০ উইকেট।

বেঙ্গালুরুতে বৃহস্পতিবার বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭১ রানে গুটিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। যেখানে বল হাতে ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বোল্ট। তিন সংস্করণ মিলিয়ে ৩৪ বছর বয়সী পেসারের উইকেট এখন ৬০১টি। যার মধ্যে টেস্টে ৩১৭, ওয়ানডেতে ২১০ ও টি-টোয়েন্টিতে শিকার ৭৪টি।

বোল্টের ওপরে থাকা দুজনের মধ্যে সাবেক স্পিনার ড্যানিয়েল ভেটোরির আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট সংখ্যা ৭০৫টি, শ্রীলঙ্কার বিপক্ষে একটি উইকেট নেওয়া টিম সাউদির ৭৩২টি।

মিতব্যয়ী বোলিংয়ে ১০ ওভারে স্রেফ ২২ রান দিয়ে ২ উইকেট নিয়ে একটি অর্জন ধরা দিয়েছে মিচেল স্যান্টনারের হাতেও। চলতি আসরে বাঁহাতি এই স্পিনারের উইকেট হলো ১৬টি, বিশ্বকাপের এক আসরে নিউ জিল্যান্ডের স্পিনার হিসেবে যা যৌথভাবে সর্বোচ্চ। ২০০৭ আসরে ১৬ উইকেট নিয়েছিলেন ভেটোরিও।