Tag Archives: ময়নামতি মেডিকেল কলেজ

ময়নামতি মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের প্রধান ডা. আনিসের প্যানেল বাতিলের দাবি, স্মারকলিপি প্রদান

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের প্রধান ডা. আব্দুল বাকি আনিস ও  তার সমর্থিত  প্যানেল বাতিল এবং  কুমিল্লার স্বাস্থ্য ব্যবস্থায় তাদের অবাঞ্চিত  ঘোষণার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ  এবং হাসপাতালের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে  ছাত্র জনতা ও চিকিৎসক সমন্বয়করা। পরে  কুমিল্লা জেলা প্রশাসক  বরাবর  স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারিরা।

আন্দোলনের সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার সমন্বয়ক আবু রায়হান,সহ সমন্বয়ক আল আমিন হোসেন, জে আর তানিম, সম্রাট রাব্বি, মোহাম্মদ তাহিনসহ শিক্ষার্থীরা।

সমন্বয়করা জানান,  কুমিল্লাস্থ ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতাল সরকার অনুমোদিত একটি বেসরকারি মেডিকেল কলেজ যা বিগত স্বৈরাচার সরকার আমলে আওয়ামীপন্থি চিকিৎসক ও শেয়ারহোল্ডারদের নিয়ে (৯৫% শেয়ার আওয়ামীপন্থিদের) ২০১১ সালে যাত্রা শুরু করে। সম্পূর্ণ আওয়ামীপন্থি প্রতিষ্ঠান হওয়ায় বিগত দিনে অত্র প্রতিষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে ডা. তাহসীন বাহার ( কুমিল্লা সিটির সাবেক  মেয়র) এর একক প্রভাবে স্বৈরাচারি প্রথায় পরিচালিত হতো। বিগত ১৪ বছর যাবত অত্র প্রতিষ্ঠানে নির্বাচনের নামে অবৈধভাবে সিলেকশন প্রথায় বাহারের প্রতিনিধিরা গভর্নিং বডির আসনে বসানো হতো এবং সাধারণ শিক্ষার্থীদের থেকে এক রকম অনিয়মতান্ত্রিক উপায়ে শিক্ষা নির্যাতন চালানো হতো। যার ফলশ্রুতিতে দেখা যায়, বিগত দিনে বিএমডিসি নিয়ম অমান্য করে শিক্ষার্থীদের থেকে করোনাকালীন সময়ে ৬০ মাসের অধিক বেতন আদায় করা হয়।  এছাড়াও, হাসপাতাল ব্যবস্থাপনার নামে নানারকম উপায়ে স্বৈরাচারের দোসর কুমিল্লার স্বাস্থ্যখাতে শ্যাডো বাহার নামে পরিচিত বিএমএ ও স্বাচিপ (আওয়ামীপন্থি চিকিৎসক সংগঠন) এর সভাপতি ডা আব্দুল বাকি আনিসের নির্দেশে অত্র প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থী ও সেবা প্রত্যাশী অসহায় মানুষদের থেকে সেবার নামে হরিলুট করা হতো, অথচ অত্র প্রতিষ্ঠানের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকরা ন্যূনতম সম্মানীভাতা/ প্রণোদনাটুকু প্রদান করা হতো না…যা নিতান্ত অমানবিক ছিলো।

বিগত দিনে উক্ত মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন সময়ে আওয়ামী শাসন প্রতিষ্ঠার নামে শিক্ষার্থীদের থেকে চাঁদাবাজি করে এসেছে পরিচালনা পর্ষদের ছত্রছায়ায় গঠিত মেডিকেল কলেজ ছাত্রলীগের নামে কিছু দুষ্কৃতিকারীরা যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত ছিলো। এছাড়াও বিগত দিনের গভর্নিং বডির অনুপ্রেরণায়, নানাভাবে নিজস্ব মতাদর্শের শিক্ষক নিয়োগের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের উপর পরীক্ষায় পাশের নামে অন্যায়ভাবে মানসিক চাপ প্রয়োগ করা হতো, যা নিতান্ত নিন্দাজনক।

এছাড়াও গত ৫ই আগষ্টের বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে নিরুৎসাহিত করতে অনেক ছাত্র-শিক্ষককে সরাসরি অব্যাহতিপত্র দিয়ে নির্লজ্জ্বের মতো আচরণ করে।

সমন্বয়করা আরো জানান, ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডি দ্বারা কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে একটি পাতানো নির্বাচনের আয়োজন করেন। নির্বাচনে অংশগ্রহণের পূর্বে নানাবিধ হুমকি ও ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে অনেক যোগ্য প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে বলে প্রার্থীদের অভিযোগ রয়েছে। স্বৈরাচার সরকারের দোসরের এজেন্ট এই ডা. আব্দুল বাকি আনিস উক্ত প্রতিষ্ঠানে আওয়ামীপন্থিদের পুর্নবাসনের শপথ নিয়ে ব্যবস্থাপনা পরিচালক থেকে সরাসরি চেয়ারম্যান পদে উক্ত পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশগ্রহণের মতো দৃষ্টতা দেখান, যা সত্যিই এই নতুন বাংলাদেশের জন্য লজ্জাজনক। যেখানে ৩ রা আগষ্টেও তিনি স্বৈরাচারের শাসন অব্যাহত রাখার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শান্তি সমাবেশ আয়োজনের মূল উদ্যোক্তার ভূমিকায় ছিলেন ও কুমিল্লা বিএমএ শাখার সভাপতি হিসেবে তার ব্যক্তি মালিকাধীন মুন হাসপাতালসহ নগরীর সমস্ত প্রাইভেট হাসপাতালে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা প্রদানে নিষেধাজ্ঞা প্রদান করেন এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় মামলার আসামী হিসেবে পলায়ন করে আছেন, কিন্তু দৈব কোন শক্তির ইশারায় নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করেন !!

এতবড় দৃষ্টতা এই বৈষম্যবিরোধী সরকারের আমলে সত্যিই অবাক করেছে আমাদের এবং একই সাথে শহীদদের রক্তের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন ছাড়া কিছুই নয়। গত ১৮ অক্টোবর  অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ঐ নির্বাচনে ১০ জনের মধ্যে চেয়ারম্যান হিসেবে ডাঃ আব্দুল বাকি আনিস ছাড়াও শান্তি সমাবেশে অংশ নেওয়া ও সরাসরি আওয়ামী পন্থি আরও প্রায় ৬ জন নির্বাচিত হয় যা সত্যিই লজ্জাজনক।

এমতাবস্থায়, উক্ত নির্বাচিত প্যানেলকে স্বীকৃতি প্রদান জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধীদে আন্দোলনে নিহত শহীদদের রক্তের প্রতি অশ্রদ্ধা প্রদানের মতো দৃষ্টতা দেখানো ছাড়া আর কিছুই নয়, তাই এই পাতানো নির্বাচনে নির্বাচিত পরিচালনা পর্ষদের বৈধতা প্রদান হবে আওয়ামী লীগের কুমিল্লার মাটিতে পুনর্বাসনের ভিত্তি স্থাপনের মতো দৃষ্টান্ত স্থাপন, যা রোল মডেল হিসেবে পরবর্তীতে বিভিন্ন কমিটিতে পুনর্বাসনের নীল নকশা হিসেবে দেখানো হবে বলে আমরা মনে করছি। তাই স্বৈরাচারের দোসর দ্বারা সাজানো এই পরিচালনা পর্ষদ বাতিল ও তাদের পুনর্বাসনের ধারা রোধ না করলে নতুন বাংলাদেশে শহীদদের রক্তে অর্জিত এই স্বাধীনতায় আমাদের বিবেকবোধকে ধর্ষিত করা হবে বলে মনে করি।

উল্লেখ্য, ইতোপূর্বে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ পূর্বক একটি প্রতিবাদলিপি (সংযুক্ত) দাখিল করা হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এই ব্যাপারে সদয় অবগত রয়েছেন এবং স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন রোধে ঐক্যমত।

 

 

কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন

 

স্টাফ রিপোর্টারঃ

২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ময়নামতি মেডিকেল কলেজে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ।

বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ময়নামতি মেডিকেল কলেজ শাখা ২১ শে ফেব্রুয়ারী সকালে ময়নামতি মেডিকেল কলেজ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে অবস্থান করেন। ময়নামতি মেডিকেল কলেজ শাখা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মোঃ ফয়জুল মোবারক সিনিয়ার সহ সভাপতি রিয়াজ সরকার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। এর পর নব গঠিত কমিটি সকল সদস্যদের নিয়ে কলেজ প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কমিটির নেতৃবৃন্দ।