ডেস্ক রিপোর্টঃ
রাজধানী ও খুলনা বিভাগের কোথাও কোথাও কুয়াশা পড়েছে, বৃষ্টিও হচ্ছে। আগামীকাল শনিবারও এই আবহাওয়া থাকতে পারে। রবিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।