Tag Archives: লালমাইয়ে ফসলি জমির মাঠে বজ্রপাতে একজন নিহত

লালমাইয়ে ফসলি জমির মাঠে বজ্রপাতে একজন নিহত

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আবু তাহের আবু (৪০) নামে এক ব্যক্তি বজ্রপাতে মারা গেছেন।

শুক্রবার (৬ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে মাতাইনকোট পূর্বপাড়ায় ফসলি জমির মাঠে বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আবু তাহের আবু উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের মাতাইনকোট গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয়রা জানায়, আবু প্রতিদিনই তার নিজের জমিতে বোরো ধানের ফসল দেখতে মাঠে যান। প্রতিদিনের মতো শুক্রবারেও তিনি জমিতে গেলে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পরই বজ্রপাতে তিনি মৃত্যুবরণ করেন।

পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল বাশার জানান, আমার ইউনিয়নের মাতাইনকোট গ্রামে বজ্রপাতে একজন কৃষক মারা যাওয়ার খবরে ঘটনার পরপরই আমি তার বাড়িতে যাই এবং ঘটনার সত্যতা জানতে পারি।