লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালী-এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত লিও ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ান্স, লিও জেলা ৩১৫-বি৩, বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত একটি অত্যন্ত সক্রিয় ও উদ্যমী আন্তর্জাতিক যুব সংগঠন। ২০২৪-২৫ লিও বছরে ক্লাবটি একের পর এক গৌরবময় সাফল্য অর্জনের মধ্য দিয়ে District-এর অন্যতম সেরা ক্লাবে পরিণত হয়েছে।
২০২৫ সালের ৩ থেকে ৫ জানুয়ারি কক্সবাজারের Sea Pearl Beach Resort & Spa-তে অনুষ্ঠিত Lions International Leo Youth Camp “ZOOMERS”-এ অসাধারণ পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে চ্যাম্পিয়ন ক্লাব হিসেবে নির্বাচিত হয় লিও ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ক্যাম্পে ক্লাবের সদস্যরা ব্যক্তিগতভাবে অনেক পুরস্কার অর্জন করেন । ক্যাম্পের প্রতিটি সেগমেন্টে ক্লাবের সদস্যরা যে দক্ষতা, নেতৃত্ব ও দলগত স্পৃহা প্রদর্শন করেন তা ছিল প্রশংসনীয়।
এই ধারাবাহিক সফলতার আরেকটি গৌরবময় সংযোজন ঘটে ২০২৫ সালের ২৬ জুন। ঢাকার জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স-এ অনুষ্ঠিত Leo District 315-B3 Annual Conference-এ ঘোষিত হয় লিও বছর ২০২৫-২৬ এর নতুন সভাপতি ও সহ-সভাপতির নাম। সভাপতি হিসেবে নির্বাচিত হন লিও মোঃ শাওন আলামিন এবং সহ-সভাপতি লিও মেহেদী হাসান।
এই সম্মেলনে লিও ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ান্স জেলার সেরা ক্লাব হিসেবে স্বীকৃতি পায় এবং আরো একাধিক সম্মাননায় ভূষিত হয়। বিশেষভাবে ক্লাবের ২০২৪-২৫ সালের সম্মানিত সভাপতি লিও মোঃ সৈকত হাসান হৃদয় ব্যক্তিগতভাবে অনেকগুলো পুরস্কার অর্জন করেন এবং ডিস্ট্রিক্টের সেরা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
এই সকল অর্জন শুধু ক্লাবের জন্য নয়, বরং পুরো জেলার লিও আন্দোলনের জন্য একটি অনন্য অনুপ্রেরণা। ভবিষ্যতেও লিও ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ান্স একইভাবে নেতৃত্ব, সেবা ও ভালোবাসার আদর্শ নিয়ে এগিয়ে যাবে—এই প্রত্যাশা সকলের।