শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘অজ্ঞাত ফোন’ পেয়ে নির্বাচনের ফল পাল্টে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৬, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

মনিরুল হক সাক্কু ভোটের ফল প্রত্যাখ্যান করে বলেছেন, ‘অজ্ঞাত ফোন’ পেয়ে রিটার্নিং কর্মকর্তা ফল পাল্টে দিয়েছেন। ভোটের ফল প্রত্যাখ্যান করে আইনী লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতের কাছে ৩৪৩ ভোটে পরাজিত হবার পর সাক্কু এক প্রতিক্রিয়ায় এ তথ্য জানান।

এর আগে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দুইবারের নির্বাচিত মেয়র স্বতন্ত্র প্রার্থী ঘড়ি মার্কার মনিরুল হক সাক্কুকে ৩৪৩ ভোটে হারিয়ে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত।

বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে দেখা গেছে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০৩১০ ভোট, মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯৯৬৭ ভোট। অপর প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া মার্কায় পেয়েছেন ২৯০৯৯ ভোট।

আর পড়তে পারেন