Tag Archives: লিফলেট বিতরণ: অকার্যকর বলছেন সাধারণ জনগণ

কুমিল্লায় ডেঙ্গু নিয়ন্ত্রণে মাইকিং, লিফলেট বিতরণ: অকার্যকর বলছেন সাধারণ জনগণ

 

মাছুম কামাল:

আজ সকালে কুমিল্লা মহানগরীর প্রধান-প্রধান কয়েকটি এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক মাইকিং করা হয়।

এসময় সিটি কর্পোরেশনের কর্মীরা মশা নিধনের লক্ষ্যে ধোঁয়া স্প্রে করেন। এ সময় ডেঙ্গু রোধে বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখাসহ বেশ কয়েকটি নির্দেশনা প্রদান করা হয়।

তবে, কথা ওঠেছে সিটি কর্পোরেশনের মশা নিধনের পুরোনো পদ্ধতি ধোঁয়া স্প্রে নিয়ে। এতে আসলেই মশা নিধন হয় কিনা এমন প্রশ্ন তুলেছেন সাধারণ জনগণ।

সকালে রাণীরবাজার এলাকায় এই কর্মসূচি চলাকালীন সময়ে কথা হয় বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে। এসময় তারা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, ‘সিটি কর্পোরেশনের এই পুরোনো ধোঁয়া দেয়ার সিস্টেম দিয়ে মশা নিধন হবে না। প্রয়োজন আধুনিক ঔষধ ও প্রযুক্তি।

তবে, মশা নিধনে নিজেরা কি প্রস্তুতি নিচ্ছেন, এমন প্রশ্নে ঘাবড়ে যান অনেকেই। এদিকে, কুমিল্লায় এ পর্যন্ত ৩০০ এর অধিক ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ১১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়াও গত ৩রা আগস্ট আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।