বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় পাহাড়ের পাদদেশে গৃহবধুর রক্তাক্ত মরদেহ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৪, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের কালিরবাজার ইউনিয়নে পাহাড়ের পাদদেশে ফারজানা (২৮) নামের এক গৃহবধুর মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে রাতে খুন করে মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে।

রবিবার (২৪ এপ্রিল) সকাল ৯ টারর দিকে  কালিরবাজার ইউনিয়নের মস্তফাপুর এলাকার পাহাড়ের পাদদেশে ধান ক্ষেতে স্থানীয়রা গৃহবধূ ফারজানার হাত মুখ বাঁধা রক্তাক্ত মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সকাল সাড়ে ৯ টার দিকে ক্যান্টনমেন্ট নাজিরা বাজার ফাঁড়ির  ঘটনাস্থলে পৌছে।

নিহত ফারজানা কুমিল্লা সদরের কালিরবাজার ইউনিয়নের কাছার অলিপুর এলাকার অটোরিকসা চালক ইকবালের স্ত্রী। 

স্থানীয় সূত্র জানায়, ফারজানার স্বামী ইকবাল একজন মাদকসেবি। ৩দিন আগে মাদক নিরাময় কেন্দ্র থেকে এসে গতকাল বিকেলে স্ত্রীকে তার বাবার বাড়ি আলেখারচর থেকে নিজের বাড়িতে নিয়ে আসে। স্বামী ইকবাল সকাল ৯টায় ফরজানার বাড়িতে তার মামি শাশুড়ীকে ফোন করে জানায় ফারজানাকে কে বা কারা হত্যা করে ধান ক্ষেতে ফেলে রেখেছে।

এরপর থেকে স্বামী ও শশুর বাড়ির লোকজন পলাতক। ঘটনাস্থলে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) সোহান সরকার ও ক্যান্টনমেন্ট নাজিরা বাজার ফাঁড়ির পুলিশ সদস্যরা।

আর পড়তে পারেন