সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে চুরির অপবাদ সইতে না পেরে কিশোরের আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৭, ২০২০
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার আগানগর গ্রামে চুরির অপবাদ সইতে না পেরে রিয়াদ (১৪) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ছাত্রলীগ নেতা আলামিন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের আগানগর (পূর্বপাড়া) গ্রামের দোকানে কিছু দিন আগে দুইবার চুরি হয়। এ ঘটনায় একই গ্রামের জাহাঙ্গীরের ছেলেকে সন্দেহ করা হয়। এ অবস্থায় রিয়াদের প্রতিবেশীসহ স্থানীয়রা তাকে বিভিন্নভাবে অপবাদ দিলে শনিবার দুপুরে সে নিজ ঘরে ওড়না পেচিঁয়ে তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

ষোলনল ইউনিয়নের ইউপি সদস্য জামাল জানান, গত ২০/২২ দিন আগে ষোলনল ইউপি অফিসে একটি সালিশ হয়। এতে সে চুরির কথাটি স্বীকার করে। সে সময় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

আত্নহত্যার খবর পেয়ে বুড়িচং থানার এস আই বিনোদ দস্তগীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে। বিষয়টি বুড়িচং থানা পুলিশের এস আই বিনোদ দস্তগীর নিশ্চিত করেন।

আর পড়তে পারেন