রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সম্পত্তির জেরে পিতাকে নির্যাতন, গ্রেফতার ছেলে

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৩, ২০২২
news-image

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সম্পত্তির জের ধরে পিতাকে নির্যাতন ও মারধরের ঘটনায় ছেলেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নির্যাতনকারী আব্দুল মান্নানকে (৩০) গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে সম্পত্তির জের ধরে আবদুল জলিল মিয়া (৭৫) নামে এক বাবাকে নির্যাতন করেন তার ছেলে আব্দুল মান্নান। বাবাকে নির্যাতনের ১ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মান্নান তার বাবাকে বাসের একটি লাঠি দিয়ে মারধর করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সস্পত্তির জের ধরে গত কয়েক দিন ধরে বাবা ছেলের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে ছেলে তার বৃদ্ধ বাবাকে জমি লিখে দিতে বলে। জমি লিখে না দেওয়ায় জোড় পূর্বক জমি লিখে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে লাঠি দিয়ে বেধরক মারধর করে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, আবদুল জলিলের এক ছেলে নাঈম আহমেদ বাদী হয়ে ভাইয়ের বিরুদ্ধে বাবাকে মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করেন। পরে আমরা তাকে স্থানীয় একটি বাড়ি থেকে পলাতক অবস্থায় গ্রেফতার করি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আর পড়তে পারেন