ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি শিউলি ৮ দিনের রিমান্ডে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অটোরিকশা চালক লিটন মিয়া হত্যা মামলায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক স্বাগত সৌম্য তার রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সরাইল থানার উপপরিদর্শক রহমান খান পাঠান জানান, রোববার সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদকে ডিবি পুলিশ আটক করে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। আটকের পর তাকে সরাইল থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ২০২১ সালের ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। ২৮ মার্চ ঢাকা-সিলেট মহাসড়কের হোটেল লাল শালুকের পাশে গুলিবিদ্ধ হয়ে নিহত হন লিটন মিয়া নামের এক অটোরিকশা চালক। নিহত লিটন কাটানিসার গ্রামের মোজাম মিয়ার ছেলে।
এ হত্যা মামলাটি তৎকালীন সময়ে থানায় নিয়ে গেলেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর অটোরিকশাচালক লিটন হত্যার অভিযোগে সরাইলের রসুলপুর গ্রামের সুলতান উদ্দিন নামে এক ব্যক্তি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
এতে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান চট্টগ্রাম-২ আসনের সাবেক এমপি নজিবুল বশর মাইজভাণ্ডারী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি জিয়াউল হক মৃধা, সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ ৬৭ জনের নাম উল্লেখ করে মামলায় আসামি করা হয়েছে।