Tag Archives: শীতবস্ত্র

কুমিল্লায় ওয়ার্ল্ড ইউনিক হিউম্যান রাইটস

কুমিল্লায় ওয়ার্ল্ড ইউনিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কুমিল্লায় ওয়ার্ল্ড ইউনিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাসেল সোহেল/হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা নগরের ১৫ নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ইউনিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ১৫ নং ওয়ার্ডের পুরাতন মৌলভীপাড়া এলাকায় এই কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ইউনিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি দিলশাদ হোসেন, পথিকৃৎ নারী উন্নয়ন সংস্থার সভাপতি ফরিদা আক্তার ডলি,ওয়ার্ল্ড ইউনিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সচিব আফজাল তরফদার।

কুমিল্লায় Steps 2 Walk এর উদ্যোগে

কুমিল্লায় Steps 2 Walk এর উদ্যোগে শহরজুড়ে শীতবস্ত্র বিতরণ

কুমিল্লায় Steps 2 Walk এর উদ্যোগে শহরজুড়ে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার:

৩০শে ডিসেম্বর (সোমবার) দিবাগত রাতে কুমিল্লা শহরজুড়ে Steps 2 Walk এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে ও কুমিল্লা মেডিকেলের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই আয়োজনে সাথে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর এর সদস্য সচিব মুহাম্মাদ রাশেদুল হাসান, রেটিনা কুমিল্লা শাখার প্রধান পরিচালক আব্দুল মান্নান (কুম-২৯), Steps 2 Walk এর স্বেচ্ছাসেবক ইসা ভূঁইয়া (কুম-৩৩), ফয়সাল জাহান (কুম-৩৩), আব্দুল আজিজ তামিম (কুম-৩৩) সহ আরও অনেকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগরীর সদস্য সচিব মুহাম্মাদ রাশেদুল হাসান বলেন, “এই ঘন কুয়াশার রাতে, কনকনে শীতে এরচেয়ে ভালো কাজ আর হতে পারে না। নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ৷ আমাকে এই আয়োজনের অংশীদার করার জন্য আয়োজকদের ধন্যবাদ। তারুণ্যের বাংলাদেশ হবে সাম্যের, ইনসাফভিত্তিক ও মানবতার; এটাই আরেকবার মনে করিয়ে দিল Steps 2 Walk এর একদল তরুণ যুবা।”

রেটিনা কুমিল্লা শাখার প্রধান পরিচালক আব্দুল মান্নান বলেন, “শীতার্ত মানুষকে উষ্ণতার ছোঁয়া দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বিশেষভাবে ধন্যবাদ Steps 2 Walk এর স্বেচ্ছাসেবক দলকে। যারা এই পুরো প্রক্রিয়া সুন্দরভাবে বাস্তবায়নে নিরলস পরিশ্রম করেছেন। আমাদের কাজ এখানেই শেষ নয়। মানবতার জন্য কাজ করা আমাদের একটি চলমান দায়িত্ব। আমরা সবাই মিলে এই শীত মৌসুমে আরও বেশি মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ।”

Steps 2 Walk এর স্বেচ্ছাসেবক ইসা ভূঁইয়া বলেন, “মানবেতর জীবন-যাপন করা আমাদের আশেপাশে যারা আছেন তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল্য উদ্দেশ্য। আমরা আমাদের কাজে-কর্মে প্রমাণ করতে চাই— মানুষের জন্য মানুষ। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম ধারাবাহিক ভাবে চলমান থাকবে।”

কুমিল্লা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এসে এই কার্যক্রম শেষ হয়। আয়োজকদের পরিকল্পনা আরও কয়েকটি এই কার্যক্রম চলমান থাকবে।

হাজীগঞ্জে সহস্রাধিক অসহায় মানুষ পেলো

হাজীগঞ্জে সহস্রাধিক অসহায় মানুষ পেলো বাতিঘর মানব কল্যাণ সংস্থার শীতবস্ত্র

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যান সংস্থার। বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে হাজীগঞ্জ রেলস্টেশন সহ উপজেলার বিভিন্ন গ্রাম ও ফরিদগঞ্জ উপজেলার মনতলা এবং ৫নং গুপ্টি ইউনিয়নের সহস্রাধিক পরিবারের মাঝে এ শীতবস্ত্র তুলে দেন সংগঠনটির সদস্যরা।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাতিঘর মানব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা গণমাধ্যমকর্মী সাইফুল ইসলাম সিফাত। শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও দুস্থদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্বই নয়, এটা আমাদের ধর্মীয় দায়িত্বও বটে। শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও ইমানি দায়িত্ব। ঘন কুয়াশা ও তীব্র শীতের প্রকোপে নিদারুণ কষ্ট ও দুঃসহ অবস্থায় পড়ে মানবেতর জীবন যাপন করছে দেশের বিভিন্ন প্রান্তের শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ। এ জন্য জাতি, ধর্ম, বর্ণনির্বিশেষে সমাজের বিত্তবানদের শীতার্ত বস্ত্রহীন মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত।

এদিকে শীতবস্ত্র হিসেবে কম্বল ও হুডি জ্যাকেট পেয়ে খুশি অসহায় পরিবার গুলো। তারা সংগঠনের সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাতিঘর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ হোসাইন পাটোয়ারী, সভাপতি জাহাঙ্গীর হোসাইন, সহ-সভাপতি ইয়াসিন বরকন্দাজ, সাধারণ সম্পাদক মোঃ হোসেন বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রিমেল, প্রচার সম্পাদক মোঃ রনি, সদস্য মাহবুব আলম নিশান, রাজু মির্জা, মোঃ ইউসুফ প্রমুখ।

উল্ল্যেখ, সংগঠনটি ২০২২ সাল থেকে দরিদ্র মানুষকে স্বাবলম্বী করার লক্ষে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজে করে চলছেন। তারই অংশ হিসেবে সেলাই মেশিন, হুইল চেয়ার, শীতবস্ত্র, ইফতার সামগ্রী, ঈদ উপহার বিতরণ ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখেন সংগঠনের সদস্যরা।