Tag Archives: স্বামীকে বাঁচাতে এগিয়ে গেল স্ত্রী

স্বামীকে বাঁচাতে এগিয়ে গেল স্ত্রী, অতঃপর আঘাতে প্রাণ হারায় কোলের শিশুর

স্বামীকে বাঁচাতে এগিয়ে গেল স্ত্রী, অতঃপর আঘাতে প্রাণ হারায় কোলের শিশুর

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের শ্রীপুরে গ্রাম্য সালিসে দুই পক্ষের সংঘর্ষে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শিশুটির নাম ফাতেহা খাতুন। সে ওই গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে।

সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত চারজন। তাদের মধ্যে দুইজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নিহত শিশুর চাচা হোসেন আলী জানায়, দীর্ঘ দিন ধরে প্রতিবেশী লাল মিয়ার সঙ্গে জমি নিয়ে তাদের বিরোধ চলছিল।

কয়েকদিন আগে লাল মিয়া তাদের বিরুদ্ধে কাওরাইদ ইউনিয়ন পরিষদে অভিযোগ দেন। পরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তিনজন ইউপি সদস্যকে বিরোধ মীমাংসার জন্য দায়িত্ব দেন।

ওই গ্রামের ফজলু মিয়া জানায়, আজ দুপুর পৌনে ১২টার দিকে আব্দুস সাত্তারের বাড়ির পাশে বসা সালিসে কাগজপর্সা দেখার সময় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী রিপন মিয়া জানান, সংঘর্ষকালে আব্দুস সাত্তার ছুটে এসে তার বসতঘরে আশ্রয় নেন। ওই সময় প্রতিপক্ষ ঘরে ঢুকে তাকে মারধর করে। স্বামীকে বাঁচাতে দুই বছর বয়সী মেয়েশিশুটি কোলে নিয়ে কুলসুম বেগম এগিয়ে গেলে তাকেও মারধর শুরু করে। ওই সময় মা-বাবাকে করা আঘাতে শিশুটির মাথায় জখম হয়।

গুরুতর অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুস সামাদ জানায়, সালিস বসার ১৫ মিনিটের মধ্যেই দুই পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম জানান, ‘শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’