শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে বন্দুকযুদ্ধে ৯ মামলার আসামি ডাকাত আল আমিন নিহত

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৩, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের সদস্য আল আমিন (৩০) নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ৫টি মুখোশ, ৪টি ছুরি উদ্ধার করেছে।

সোমবার (২৩ এপ্রিল) রাত ২ টার দিকে জেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের শুশুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন জেলার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় ৫টি ডাকাতি, একটি অস্ত্র, একটি চুরি ও ২টি মাদকের মাদকের মামলা রয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম জানান, আল আমিন আন্তঃজেলা জেলা ডাকাত দলের সদস্য । রাতে শুশুন্ডা এলাকায় আল আমিন তার ১৪/১৫ জন সঙ্গী নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) শাখাওয়াত হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে থানা ও ডিবি পুলিশের একটি দল সেখানে পৌঁছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছোড়ে । পরে পুলিশও আত্মরক্ষায় ৩৫ রাউন্ড শর্টগানের পাল্টা গুলি ছোড়ে। এ সময় আল আমিন আহত হয়। তাকে কুমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আর পড়তে পারেন