চাঁদপুরে অটোরিকশা চালককে হত্যা করে ব্যাটারি ছিনতাই
চাঁদপুরের মতলব দক্ষিণে এক অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা করে তার অটোরিকশার ব্যাটারি ছিনতাই করে নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের বেলতী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মঈন উদ্দিন (১৬) উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙাভাঙা গ্রামের নাছির উদ্দীন মিয়াজীর ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে সংসারের ব্যয় ও ভাই-বোনদের লেখাপড়ার খরচ চালাতেন।
স্থানীয়রা জানান, বেলতী গ্রামের খালের পাড়ে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই সময় মঈন উদ্দিনের পরনে ছিল জিনসের প্যান্ট ও গেঞ্জি।
মঈন উদ্দিনের বাবা নাছির উদ্দীন জানান, শুক্রবার বিকেলে ছেলের মোবাইলে কল এলে সে ঘর থেকে বের হয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় তারা এলাকায় খোঁজ করতে থাকে। রাতে মোবাইলে কল করেও তাকে পাওয়া না গেলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে ধনারপাড় এলাকায় গিয়ে লোকজনের মুখে শুনতে পান বেলতী গ্রামে একটি মরদেহ পাওয়া গেছে। সেখানে গিয়ে তিনি দেখেন, তার ছেলের মরদেহ পড়ে রয়েছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, মঈন উদ্দিনের অটোরিকশাটি নওগাঁও গ্রামের পাঠান বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়েছে। তবে অটোরিকশার ব্যাটারি পাওয়া যায়নি। সুরতহালের সময় কিশোরের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।