Tag Archives: ২ প্রতিষ্ঠানকে জরিমানা

১০০ শতাংশ লাভে জুতা বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে ১০০ শতাংশ লাভে জুতা বিক্রি করায় দুটি জুতার শোরুমকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়ার নেতৃত্বে জেলার মাইজদী বাজারে এ অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক কাওছার মিয়া বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলার মাইজদী বাজারে জুতা এবং কাপড়ের শোরুমে ভোক্তা অধিদফতর অভিযান চালায়। এ সময় সদর উপজেলার সুপার মার্কেটে ভোক্তা অধিদফতরের অভিযানে বেশি দামে জুতা বিক্রি করায় অ্যাবি ও গেইট মহল সুজ নামে দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা করা হয়। অপরদিকে, একই অভিযোগে গালিব কাপড়ের শোরুমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, ৬৯০ টাকার জুতা বিক্রি করা হচ্ছে ১৩৫০-১৪০০টাকায়।

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং সুধারাম মডেল থানা পুলিশ।

কুমিল্লায় জিলাপী‌তে ক্ষ‌তিকারক কাপ‌ড়ের রং ব্যবহার, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় জিলাপী‌তে ক্ষ‌তিকারক কাপ‌ড়ের রং ব্যবহারের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সা‌ড়ে ১০টা থে‌কে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর গোয়ালপ‌ট্টি এলাকায় এই তদারক‌ি অ‌ভিযা‌ন প‌রিচালনা করা হয়।

এ সময় জিলাপী‌তে ক্ষ‌তিকারক রং ব‌্যবহার করায় মেসার্স বিস‌মিল্লাহ সুইটস‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১৭ কে‌জি রং মি‌শ্রিত জিলাপী, ৩০ কেজি রং‌মি‌শ্রিত চি‌নির সিরা ও ১০০ গ্রাম রং জব্দ ক‌রে ধ্বংস করা হ‌য়। একই অ‌ভি‌যো‌গে রামকৃষ্ণ ভাণ্ডার‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১০ কে‌জি রং মি‌শ্রিত চি‌নির সিরা ও ১০০ গ্রাম রং জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

অ‌ভিযা‌নে দু‌টি প্রতিষ্ঠা‌নের মা‌লিক স্বীকার ক‌রেন যে, ক্রেতা‌দের আকৃষ্ট কর‌তে অল্প ক‌রে রং মেশান। চকবাজা‌রের বি‌ভিন্ন দোকান থে‌কে অল্প দা‌মে এগু‌লো কি‌নে আ‌নেন। এখন থে‌কে আর ব‌্যবহার কর‌বেন না ব‌লে অঙ্গীকার ক‌রেন। ‌

এসময় সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে পরিচা‌লিত এ অ‌ভিযা‌নে কু‌সিক স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর মোহাম্মদ মেছবাহ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

কুমিল্লায় তৈরি হচ্ছে নামিদামি ব্র্যান্ডের ক্ষতিকর আইসক্রিম, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

 

ডেস্ক রিপোর্টঃ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং, ফ্লেভার, স্যাকারিন ও ঘনচিনি ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে নামিদামি ব্র্যান্ডের নাম নকল করে আইসক্রিম বানানো হচ্ছিল কুমিল্লায়। এ অপরাধে কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় একটি প্রতিষ্ঠান তালাবদ্ধ করা হয়।

বুধবার (২৭ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুমিল্লা সদর উপজেলার শিবেরবাজার এবং চাঁনপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় ও প্রতিষ্ঠান তালাবদ্ধ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুমিল্লা সদরে দুইটি আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে দেশের নামিদামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং, ফ্লেভার, স্যাকারিন ও ঘনচিনি ব্যবহার করে আইসক্রিম বাজারজাত করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার বিশেষ অভিযান চালানো হয়। এসময় শিবেরবাজার এলাকার মেসার্স প্রিয় আইসবারকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা এবং দুই মণ আইসক্রিম, পাঁচ প্যাকেট বিভিন্ন কালারের রং, এক কৌটা স্যাকারিন এবং এক কৌটা ঘনচিনি জব্দ করে তাৎক্ষণিক ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকারের এই কর্মকর্তা বলেন, অপরদিকে একই অভিযোগসহ বিএসটিআই অনুমোদনহীন চাঁনপুর ব্রিজ এলাকার মেসার্স কমলা আইসক্রিম ফ্যাক্টরিকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করে নকল আইসবারের মোড়ক, অনুমোদনহীন তিন কৌটা ফ্লেভার এবং দুই প্যাকেট রং জব্দ করে ধ্বংস করা হয়। সেইসঙ্গে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে দেওয়া হয়।

এসময় কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।